|
---|
মুঈদুল ইসলাম, নতুন গতি : মুরারই এলাকার রাজগ্রাম রেল স্টেশনের ফুট ওভার ব্রিজ আচমকা বন্ধ করল রেল কর্তৃপক্ষ, তারফলে বিপাকে সাধারন মানুষ। সম্প্রতি বারুইপুর রেল ফুটওভার ব্রিজের একটি স্লাব মাথার উপর পড়ে মৃত্যু হয় এক মহিলার। তারপর থেকে রেল কর্তৃপক্ষ সমস্ত রেল ফুটওভার ব্রিজ গুলো পরিদর্শন করে। রাজগ্রাম রেল ফুটওভার ব্রিজ পরিদর্শনে ব্রিজটি দুর্বল পাওয়ায় আচকা শুক্রবার বন্ধ করে দেয়। এই ব্রীজটি পুর্ব বাজার এবং পশ্চিম বাজার সংযোগের একমাত্র রাস্তা ছিল। তা বন্ধ হয়ে যাওয়ায় সাধারন মানুষ প্রানের ছুকি নিয়ে মালগাড়ির তল দিয়ে পার হতে বাধ্য হচ্ছে। এরফলে যে কোন সময় বড় বিপদ ঘটে যেতে পারে। অন্যদিকে রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা জানাই ফুটওভার ব্রিজটি দুর্বল থাকায় কিছুদিনের মত বন্ধ করা হয়েছে, খুব দ্রুত মেরামতি করে সাধারন মানুষদের জন্য আবার খুলে দেওয়া হবে।
পুজোর মরশুমে ফুটওভার ব্রিজ বন্ধ করায় ব্যবসায়ীরাও কিছুটা ক্ষুব্ধ। তারা এর স্থায়ী সমাধান করার জন্য একটি ফ্লাইওভার করার দাবি জানিয়েছে।মুরারই এলাকার রাজগ্রাম রেল স্টেশনের ফুট ওভার ব্রিজ আচমকা বন্ধ করল রেল কর্তৃপক্ষ, তারফলে বিপাকে সাধারন মানুষ। সম্প্রতি বারুইপুর রেল ফুটওভার ব্রিজের একটি স্লাব মাথার উপর পড়ে মৃত্যু হয় এক মহিলার। তারপর থেকে রেল কর্তৃপক্ষ সমস্ত রেল ফুটওভার ব্রিজ গুলো পরিদর্শন করে। রাজগ্রাম রেল ফুটওভার ব্রিজ পরিদর্শনে ব্রিজটি দুর্বল পাওয়ায় আচকা শুক্রবার বন্ধ করে দেয়। এই ব্রীজটি পুর্ব বাজার এবং পশ্চিম বাজার সংযোগের একমাত্র রাস্তা ছিল। তা বন্ধ হয়ে যাওয়ায় সাধারন মানুষ প্রানের ছুকি নিয়ে মালগাড়ির তল দিয়ে পার হতে বাধ্য হচ্ছে। এরফলে যে কোন সময় বড় বিপদ ঘটে যেতে পারে। অন্যদিকে রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা জানাই ফুটওভার ব্রিজটি দুর্বল থাকায় কিছুদিনের মত বন্ধ করা হয়েছে, খুব দ্রুত মেরামতি করে সাধারন মানুষদের জন্য আবার খুলে দেওয়া হবে।
পুজোর মরশুমে ফুটওভার ব্রিজ বন্ধ করায় ব্যবসায়ীরাও কিছুটা ক্ষুব্ধ। তারা এর স্থায়ী সমাধান করার জন্য একটি ফ্লাইওভার করার দাবি জানিয়েছে।