দুঃস্থদের খাবার বিতরণ সাগরদিঘীতে

রহমতুল্লাহ, সাগরদিঘী : বিয়ের অনুষ্ঠানে বেঁচে যাওয়া খাবার তুলে দিলো সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট, ১৫০ জন দুস্থদের হাতে সাগরদিঘীতে। বিয়ের অনুষ্ঠান মানেই আনন্দ হৈ-হুল্লোড় আর ভুরিভোজ তো আছেই, অনেক বিয়ে বাড়িতে দেখা যায় নেমন্তন্ন অতিথিদের খাবার খাওয়ার পরেও কিছু খাবার রয়ে যায়। এদিন এমনিই এক ঘটনা ঘটলো সাগরদিঘীতে। সাগরদিঘী মিলল সভায় আয়োজিত সানু ভকত এর সঙ্গে রানী ভকত এর বিয়ের অনুষ্ঠানে অনেকটাই খাবার বেঁচে যায় যেমন -সাদা ভাত, ফ্রাইড রাইস, ডাল, পনির তরকারি, আলু পটল,ও চাটনি। এই খাবারগুলো দুস্থদের মাঝে ভাগ করে দেওয়ার জন্য পাত্র সানু ভকত ফোন করে সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস কে জানালে, ট্রাস্ট এর সহযোগিতায় খাবারগুলি নিয়ে গিয়ে সাগরদিঘী ফুলবন আদিবাসী এলাকায় দুঃস্থ মানুষের হাতে বিতরণ করা হয়। উপস্থিতি ছিলেন সামাদ শেখ,শম্পা চক্রবর্তী, অমিতাভ চৌধুরী, সুজন দাসের মতো ট্রাস্ট এর সদস্যরা যারা সব সময় দুঃস্থদের কথা ভাবে। সে খাবার হাতে পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছেন ফুলবন আদিবাসী এলাকার মানুষেরা।