|
---|
রোদ্দুর ইসলাম : বর্ধমান : ২৭ মার্চ বর্ধমানের কবি-সাহিত্যিকদের অন্যতম পুরোধা পীঠস্থান কবিতা সন্ধ্যার ৪৪৬ তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হল বর্ধমান পুলিশ লাইনের কাছে অশোক কুমার রায়ের বাড়িতে। ২৭ মার্চ রবিবার বৈকালিক এই সাহিত্য সভায় কবিতা সন্ধ্যার সম্পাদক কুশল দে, সভাপতি শ্যামল বারুরী, কবিতা সন্ধ্যার সভা সঞ্চালক সুব্রত মজুমদার এবং এই সভার আহ্বায়ক অশোক কুমার রায় সহ সুভাষ বসু, কুমুদ বন্ধু নাথ, নারায়ণ চন্দ্র পাল, তাপস ভূষণ সেনগুপ্ত, অশোক বর্মণ,সেখ হাসানুজ্জামান,সুফি রফিক উল ইসলাম, মানস দত্ত,দীপা কুমার, অভিজিৎ দাশগুপ্ত, সৌম্য পাল,রামাশিস মুখার্জি, অশোক সরকার,নয়ন রায় প্রমুখ প্রায় অর্ধশতাধিক সাহিত্যপ্রেমী গুণীজন নিরবচ্ছিন্ন এই মাসিক সাহিত্য সভায় উপস্থিত ছিলেন।