|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: চাঞ্চল্যকর দুর্নীতির ঘটনার সাক্ষী হল গুজরাট। রবিবার গুজরাটে ফরেস্ট গার্ড পদের পরীক্ষা শুরু হওয়ার ঘন্টাখানেক বাদেই সোশ্যাল মিডিয়ায় উত্তর ফাঁস হয়।
এই ঘটনায় গুজরাট সরকারকে চেপে ধরেছে বিরোধী শিবির। গুজরাটের শিক্ষমন্ত্রী জিতু ভাগনানি বলেছেন “উত্তর পাওয়া গিয়েছে মানেই ফাঁস হওয়ার ঘটনা নয়। পরিকল্পনা করে চক্রান্ত করা হচ্ছে। বিরোধীরা পরীক্ষার্থীদের বিভ্রান্ত করছেন।”
পুলিশ জানিয়েছে, মেহসানা জেলার সর্বোদয়া বিদ্যালয়ে এক পরীক্ষার্থী উত্তরপত্র-সহ হাতেনাতে ধরা পড়েন। এই ঘটনায় মোট ৬ জনকে আটক হয়েছে বলে জানা গিয়েছে। যদিও উত্তর ফাঁস হওয়ার ঘটনা অস্বীকার করেছে পুলিশ।