|
---|
আয়ুব আলি, উওর ২৪পরগনা নতুন গতি : পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উওর২৪পরগনা জেলার নোয়াই বিজ্ঞান কেন্দ্র আয়োজিত বিজ্ঞান বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হ’ল ১৩ই জুন মঙ্গলবার ২০২৩ সন্ধ্যায় মধ্যমগ্রাম নজরুল শতবার্ষিকী সদনে। “স্বাধীনতা ৭৫ বছর- আক্রান্ত যুক্তিবাদ, বিপন্ন বিজ্ঞান সংস্কৃতি ” – বিষয়ে আলোচনা করলেন মূখ্য বক্তা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য কমিটির সহ সম্পাদক অধ্যাপক অরুনাভ মিশ্র, মরনোত্তর দেহদান ও চোখদানের পরিবারের প্রতিনিধিদের হাতে অভিজ্ঞান পত্র ও উদ্ভিদ চারা প্রদান করেন জেলা বিজ্ঞান মঞ্চের নেতৃবৃন্দ। এছাড়া জেলা উপ- সমিতি আয়োজিত বিজ্ঞান অভীখ্যা ২০২২ এর কৃতিদেরপু রস্কার বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উওর২৪পরগনা জেলা কমিটির সভাপতি বাসব বসাক, সম্পাদক দেবাশীষ রায় সহ দেবব্রত ঘোষ, মিলন গাইন, সমরনাথ চট্টোপাধ্যায়, শ্রীকান্ত মুখোপাধ্যায়,সফল সেন, প্রবীর ঘোষ, সুশীল বিশ্বাস, প্রদ্যুত কর্মকার, দীপঙ্কর মুখোপাধ্যায়,মানস বন্দ্যোপাধ্যায়, বিশ্ময় মৈএ ও ওসমান মন্ডল প্রমুখ জন বিজ্ঞান আন্দোলনের নেতৃবৃন্দ। এবং ছাএ ছাত্রীরা অভিভাবক অভিভাবিকা সহ বিজ্ঞান মঞ্চের কর্মীরা।