|
---|
নিজস্ব সংবাদদাতা : প্রবল নিম্নচাপের জেরে গাঙ্গেয় সুন্দরবন এলাকায় এই মুহুর্তে ঝিরঝিরি বৃষ্টি। এই বৃষ্টি কে উপেক্ষা করে একাধিক পর্যটন কেন্দ্রে উপচে পড়া পর্যটকদের ভিড়। নদী ও সমুদ্রে জলশ্রুত বাড়ছে,আছড়ে পড়ছে ঢেউ পাড়ে। দীঘা মন্দারমনি শংকরপুর সহ একাধিক পর্যটন কেন্দ্র এলাকায় পর্যটকদের ভীড়।প্রশাসনের নির্দেশিকা থাকার পরেও নদীর ঘাটে জলকেলি করতে দেখা গেলে অসংখ্য পর্যটকদের। প্রতিবারের মতো এই সমস্ত এলাকাগুলি বছরের অধিকাংশ সময়ে এই সমস্ত এলাকাগুলিতে পর্যটকদের ভিড় লেগেই থাকে। আর সমুদ্রে স্নান করতে আসা পর্যটকরা ঠিক মত এই মুহূর্তে তারা পাচ্ছে না সমুদ্রেস্থান করতে। তাতেই ভগ্ন মনরথে বিফল হচ্ছে নদী থেকে স্নান করা আর সমুদ্র সৈকতের যন্ত্রণা আবার কি মিটবে তাদের।