|
---|
নূর আহমেদ : মেমারি, ২ অক্টোবর,মেমারির জনপ্রিয় সোনার গহনার শোরুম সেনকো গোল্ড মেমারি রবিবার নবম বর্ষে পা দিল। এই উপলক্ষে বিশেষ এক্সিবিশন ও গহনার উপর বিশেষ ছাড়ের অফার চলছে বলে জানান সেনকো গোল্ড মেমারির পক্ষ থেকে সুকন্যা চৌধুরী। এই এক্সিবিশনের উদ্বোধন করেন মেমারি পৌরসভার পৌর প্রধান স্বপন বিষয়ী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌরসভার উপ পৌর প্রধান সুপ্রিয় সামন্ত. ডা: পল্লবী মাঝি। প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে একটি ব্যান্ডের গানের অনুষ্ঠানও রাখা হয়েছিল।