|
---|
নিজস্ব প্রতিনিধি, মালদা: ইংরেজবাজার পৌরসভার অনাস্থা জট কাটাতে জরুরি বৈঠক মালদার নূর ম্যানশন জেলা তৃণমূল কার্যালয়ে। জট কাটাতে মালদায় ছুটে এলেন মন্ত্রী তথা মালদা জেলার পর্যবেক্ষক গোলাম রাব্বানী। চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেক কাউন্সিলরদের ডেকে একে একে করলেন বৈঠক। উপস্থিত ছিলেন জেলা সভানেত্রী মৌসম বেনজির নূরও। এই বিষয়ে মন্ত্রী তথা পর্যবেক্ষক গোলাম রাব্বানী জানান, ইংরেজবাজার পৌরসভার অনাস্থা নিয়ে দল কিছুই জানেনা। দলের সিদ্ধান্ত অনুযায়ী অনাস্থা
জট কাটাতে তিনি মালদা এসেছেন। প্রত্যেক কাউন্সিলরদের ডেকে পাঠানো হয়েছে। অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করা 15 জন কাউন্সিলর তাদের সাথে একে একে কথা বলা হবে এবং কি কারণে তারা অনাস্থা ডেকেছেন সেই বিষয়টিকে শুনা হবে। এর পেছনে বিজেপির ইন্ধন আছে কিনা এই অভিযোগ উড়িয়ে দেন মন্ত্রী।
অন্যদিকে এই বিষয়ে জেলা সভানেত্রী মৌসম বেনজির নূর জানান, প্রত্যেক কাউন্সিলরদের সাথে কথা বলা হবে। কি কারণে তারা অনাস্থা এনেছেন সেই বিষয়টি তাদের কাছ থেকে শোনা হবে। এরপর দল যা সিদ্ধান্ত নেওয়ার নেবে।
অন্যদিকে এই বিষয়ে কাউন্সিলর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, দলের পক্ষ থেকে মিটিং ডাকা হয়েছে। সেই মিটিংয়ে আমন্ত্রিত তিনি। তাদের ডাকা অনাস্থায় দল কি সিদ্ধান্ত নিবেন এবং সেই সিদ্ধান্ত তারা মেনে নেবেন কিনা সে বিষয়ে অবশ্য তিনি কিছু বলেননি।