|
---|
নিজস্ব সংবাদদাতা ::
ডোমকল বি. ডি. ও. অফিসে অনুষ্ঠিত হয়ে গেল অন্যমুখ পত্রিকার প্রকাশ এবং সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুর্শিদাবাদ সাংবাদিক সংঘের সভাপতি বিপ্লব বিশ্বাস। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমকল বি ডি ও পার্থ মন্ডল,প্রাবন্ধিক বাইজিদ হোসেন, রাঢ় বাগড়ি সংবাদপত্রের সম্পাদক মতিউর রহমান, কবি ও গল্পকার এম নাজিম। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যমুখ পত্রিকার সভাপতি বিভাস বিশ্বাস,গল্পকার কালাম শেখ,উরবর্মন পত্রিকার সম্পাদক রেজাউল করিম প্রমুখ মুর্শিদাবাদের কবি-সাহিত্যিক। অনুষ্ঠান শুরু হয় রীতম বিশ্বাসের কণ্ঠে উদ্বোধনী সংগীত দিয়ে। ‘মুর্শিদাবাদের ইতিহাস: পরগনা গোয়াস’ ,মুর্শিদাবাদের ইতিহাস:গ্রাম ও গড়ন’ নামক বইয়ের জন্য প্রাবন্ধিক তাজউদ্দিন বিশ্বাস’কে ‘অন্যমুখ সাহিত্য সম্মান’ এবং ‘জবালা পুত্র’ নামক উপন্যাস , মাটির সিতান মাটির পৈথান’ নামক গল্পগ্রন্থের জন্য কথা-সাহিত্যিক সামশুল আলম’কে প্রয়াত কথা-সাহিত্যিক নুরল ইসলাম দাদুর স্মৃতির সম্মানে ‘অন্যমুখ নুরুল ইসলাম দাদু স্মৃতি সম্মান’ -এর মাধ্যমে সম্মানিত করা হয়। এবং ডোমকল ব্লকের পাঁচটি পত্রিকা উল্কাবৃষ্টি,উরবর্মন,সেবা বার্তা,বৈশাখী,রাঢ় বাগড়ি সংবাদ – কে সম্মানিত করা হয়। অন্যমুখ পত্রিকার সম্পাদক তার স্বাগত ভাষণে সমস্ত পত্রিকাগুলোকে ঐক্যবদ্ধভাবে চলে ডোমকলের সাংস্কৃতিক পরিমন্ডলের উন্নয়ন করার কথা বলেন। এবং নতুনদের সাহিত্যমনস্ক হতে বলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন এম এ ওহাব।