দ্বিতীয় প্রয়ান বার্ষিকীতে বিশিষ্ট সমাজসেবী, প্রাক্তন বিধায়ক ড.রজনীকান্ত দোলইএর আবক্ষ মূর্তির উন্মোচন

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো রাজনীতির বর্ণময় চরিত্র, বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট শিক্ষাব্রতী প্রয়াত ড.রজনী কান্ত দলুইকে। কোরোনা আবহের মাঝে স্বাস্থ্যবিধি ও দূরত্ব বিধি মেনে মেদিনীপুর শহরের নজরগঞ্জে যথাযথ মর্যাদায় ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো প্রাক্তন বিধায়ক, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাব্রতী ড.রজনীকান্ত দোলইকে। বুধবার সকালে ড.দোলাই এর দ্বিতীয় প্রয়াণ দিবসে তাঁর প্রতিষ্ঠিত নজরগঞ্জ কমপ্লেক্সে,তাঁর সুযোগ্য পুত্র সত্যব্রত দোলই এর উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হলো রজনীকান্ত দোলইকে। এদিন প্রয়াত রজনীবাবুর দুটি মূর্তির আবরণ উন্মোচন করেন সাংসদ ডাঃ মানস রঞ্জন ভূঞ্যা। মূর্তি দুটির একটি নজরগঞ্জ কমপ্লেক্সে এবং অপরটি রয়্যাল একাডেমী ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে।

     

     

    এছাড়াও এদিন রজনী স্মরণে রক্তদান শিবির, চারাগাছ রোপণ, দুঃস্থ অসহায়দের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। সাংসদ মানস রঞ্জন ভূঞ্যা ছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিন বিধায়ক শ্রীকান্ত মাহাত,মমতা ভূঞ্যা,গীতা ভূঞ্যা প্রমুখ। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিশ্বনাথ পান্ডব, নির্মাল্য চক্রবর্তী, সৌমেন খান,গোলক বিহারী মাজী, চিত্ত মুখার্জি, নির্মলেন্দু দে,অনিল দলবেরা, শ্যামল ঘোষ, মহাদেব সামন্ত, রজনীবাবুর সহধর্মিনী ভক্তি দোলই, পুত্রবধূ মেরী দোলইসহ অন্যান্য বিশিষ্ট জন, শুভানুধ্যায়ী ও পরিবারের সদস্য-সদস্যাবৃন্দ। সবার হাতে স্মারক শ্রদ্ধার্ঘ্য তুলে দেন সত্যব্রত দোলই। বক্তারা তাঁদের বক্তব্যে রজনীবাবুর সমাজসেবামূলক নানান কাজের ভূয়সী প্রশংসা করেন। এদিন রক্তদান শিবিরে ৫৫ জন রক্তদাতা রক্তদান করেন। রয়েল একাডেমীর সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও রজনী বাবুর প্রতিষ্ঠানের সমস্ত কর্মচারী বর্গের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় গোটা কর্মসূচি সুচারুভাবে সম্পন্ন হয়। গোটা কর্মসূচি সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান সত্যব্রত দোলই। উল্লেখ্য ২০১৮ সালের ১৯ শে আগষ্ট প্রয়াত হন ড.রজনী কান্ত দলুই।