হাওড়ার বাউরিয়ায় অনুষ্ঠিত হল আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও সম্মাননা প্রদান।

লুতুব আলি, নতুন গতি : হাওড়ার বাউরিয়ায় অনুষ্ঠিত হল আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও সম্মাননা প্রদাম।আমার ভারত আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা আয়োজিত সাহিত্য সম্মেলন ও সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠিত হয় হাওড়ার বাউরিয়ায়। এই অনুষ্ঠানে বঙ্গ সাহিত্য সমন্বয় পরিষদের অনুষ্ঠান ও হয়। বাউরিয়া র বুড়ি খালি কে এম ইনস্টিটিউশন এ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনকে কেন্দ্র করে কবি সাহিত্যিকদের একপ্রকার চাঁদের হাট বসেছিল। অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান ও স্বাগত ভাষণ দেন আমার ভারত আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা র সম্পাদক, শিশু সাহিত্যিক বিশিষ্ট সংগঠক আব্দুল করিম। তিনি বলেন পৃথিবীর ১৯ টি দেশে আমার ভারত সাহিত্য পত্রিকা সমাদৃত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ সহ আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, ঝাড়খন্ড ও বিহার থেকে বাঙালি কবি সাহিত্যিকরা উপস্থিত হয়েছিলেন। উপস্থিতির সংখ্যাটা চার শতাধিক ছাড়িয়ে গিয়েছিল। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা থেকে প্রকাশিত নতুন গতি পত্রিকার সম্পাদক এমদাদুল হক নূর, বঙ্গ সাহিত্য সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক দিলীপ মন্ডল, সভাপতি বিশ্বনাথ মন্ডল, আমার ভারত পত্রিকার সভাপতি শক্তিপদ গাঙ্গুলী। অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. কামাল উদ্দিন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ এমদাদ হোসেন, বেলুড় মঠের পরমানন্দ জি মহারাজ, বুড়ি খালি কে এম ইনস্টিটিউশন এর সভাপতি অসিত ব্যানার্জি। বাংলাদেশ থেকে এসেছিলেন মানিক মজুমদার অধ্যক্ষ খান আক্তার কবি আবু কাওসার, নৃত্যশিল্পী সুমন আলী, কোহিনুর বেগম শিউলি সহ পশ্চিমবঙ্গের ২৩ জেলার গুণীজনদের উপস্থিতি ছিল নজর কাড়ার মত। শিশুর সাহিত্যিক বিশিষ্ট সংগঠক পত্রিকার সম্পাদক আব্দুল করিমের আতিথিয়তায় উপস্থিত সকলে ই সন্তোষ প্রকাশ করেন। বাংলা ভাষাকে নিয়ে আমার ভারত আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা নিরন্তর গবেষণা ও সৃজনশীল প্রকাশনা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। অনুষ্ঠানে কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা গুণীজনদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে শিশুদের কবিতা পাঠ, কবিদের কবিতা পাঠ, সাহিত্য অনুরাগীদের বক্তব্য ও ভাব বিনিময় অনুষ্ঠানের এক অন্য মাত্র এনে দিয়েছিল। শিলচর ভাষা শহীদ আন্দোলনের ওপর একটি নাটক পরিবাহিত হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী বিশ্বনাথ ভট্টাচার্য ও সম্প্রদায়।