WBCS অফিসার’দের নানা সমস্যার সমাধান, ৩০ দিনের বেতন অতিরিক্ত মমতা সরকারের

WBCS অফিসার’দের নানা সমস্যার সমাধান, ৩০ দিনের বেতন অতিরিক্ত মমতা সরকারের

     

     

     

     

    আজমীর রহমান, নতুন গতি : বেশ কিছুদিন ধরে রাজ্যের বিডিও নানা ঝামেলার মধ্যে ছিলেন। তাঁরা নানান সমস্যা নিয়ে নবান্ন মুখী হয়েছিলেন বলে জানা যায়। তাঁদের একাধিক সমস্যার কথা মাথায় রেখে তাঁদের জন্য ভালো খবর নিয়ে এলেন রাজ্য সরকার। বিডিও-রা বছরের প্রায় প্রতিদিন কাজ করেন, তাই বিডিওদের এবার ৩০ দিনের কাজের টাকা অতিরিক্ত দেওয়া হবে এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট দের মাসিক ১২০০ টাকা করে স্পেশাল অ্যালাউন্স দেওয়া হবে। এছাড়াও ডব্লুবিসিএস অফিসার দের জন্য পৃথক পে-রোল চালু হচ্ছে যেমন, ইতিমধ্যেই রয়েছে আইএএস অফিসার দের। রাজ্যের মুখ্য সচিব জানিয়েছেন তাঁদের কাজে নানা পদের সংখ্যা বাড়বে আর এই কারণে অফিসারদের কাজের চাপ আগামীতে কিছুটা কমবে। বিশেষ সচিব পদ ৬০টি থেকে বাড়িয়ে ১০০ টি। যুগ্মসচিব ২১৫ থেকে বাড়িয়ে ২৫০ টি করা হয়েছে। খবর সূত্রে জানা যায় যে ডাব্লুবিসিএস অফিসার’দের দাবিদাওয়াগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত শুক্রবারে নিজে সরকারি অফিসারদের সঙ্গে বৈঠক করে দাবিদাওয়া গুলো মেনে নেওয়া হয়। তাই এখন খুশির আমেজ পুরো এক্সিকিউটিভ অফিসার অ্যাসোসিয়েশন জুড়ে।