|
---|
মালদা: মালদা জেলা সমবায় ইউনিয়নের উদ্যোগে 14 নভেম্বর থেকে শুরু হয়েছে নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন। আজ এনায়েতপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি তে মানিকচক ব্লক সমবায় সমিতির উদ্যোগে হয়ে গেল 68 তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন। এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য সমবায়ের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিকরণ ডিজিটালাইজেশন ও সোশ্যাল মিডিয়া। এই কর্মসূচির মূল ভাবনা সমবায়ের মাধ্যমে উন্নতি সাধন করা।এই কর্মসূচি প্রতি বছরই পালন হয়ে থাকে।এনায়েত পুর সমবায় সমিতির ম্যানেজার এজাজুল হক জানান এলাকার জনসাধারণের যথেষ্ট সহযোগিতা পায় আমরা ।
এখানে উপস্থিত ছিলেন পরিদর্শক দিলীপ চন্দ্র সাহা, মালদা জেলা সমবায় ইউনিয়ন মুখ্য নির্বাহী আধিকারিক রুপম তালুকদার, মানিকচক ব্লক ভিডিও জয় আহমেদ, সমবায় উন্নয়ন আধিকারিক সাদেক আলী এবং পঙ্কজ কুমার মন্ডল সহ সমবায় মানিক চক ব্লক সমবায় সমিতির কর্মী বৃন্দ ও অন্যান্য সদস্যরা।