|
---|
নিজস্ব প্রতিনিধি; টাউনশিপঃ
আজ পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার টাউনশিপে মর্যাদার সাথে পালিত হল মহাত্মা গান্ধীর মৃত্যু বার্ষিকী স্মরণ ও সর্ব ধর্ম প্রার্থনা সভা। গান্ধীর মৃত্যু বার্ষিকী স্মরণ ও সর্ব ধর্ম প্রার্থনা সভা অনুষ্ঠানের আয়োজন করে হলদিয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর।
আজ এই বিশেষ অনুষ্ঠানের সহযোগিতায় ছিল তাম্রলিপ্ত প্রথিক ওয়েলফেয়ার মিশন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী অর্নব দেবনাথ সুভাষ মণ্ডল, হলদিয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের দুই আধিকারিক বুদ্ধ নাথ মুর্মু ও সায়ন জানা, তাম্রলিপ্ত প্রথিক ওয়েলফেয়ার মিশনের কর্ণধার তথা সম্পাদক নারায়ণ চন্দ্র দাস, সহ সভাপতি মফিজুল ইসলাম, চিত্র শিল্পী তপন দাস প্রমুখ।