মেমারির মামূন ন্যাশনাল স্কুলে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির

সুফি রফিক উল ইসলাম : মেমারি : ১৮ জুন : পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরে মামূন ন্যাশনাল স্কুলে মেমারি আল মদিনা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ১৮ জুন রবিবার আয়োজিত বিনা মূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এবছর চব্বিশ তম বর্ষে পা দেওয়া এই শিবিরে তিনশতের অধিক মানুষ বিনামূল্যের এই মহতী পরিষেবা গ্ৰহণ করতে সক্ষম হয়েছেন। হুগলির রোটারি আই হসপিটাল, কলকাতার ফরটিষ্ট হসপিটাল অ্যান্ড কিডনি ইনস্টিটিউট এবং বর্ধমানের মিডি ডন — এই তিনটি সংস্থার সহযোগিতায় মেমারির আল মদিনা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি এই মহতী শিবিরের আয়োজন করতে সক্ষম হয়।এক‌ইসঙ্গে মেমারি জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম এবং মেমারি মামূন ন্যাশনাল স্কুলের‌ও ঐকান্তিক সহযোগিতা এই মহতী উদ্যোগে যথেষ্ট প্রশংসার দাবি রাখে। সংস্থার সভাপতি কাজী মহম্মদ ইয়াসিন, মেমারি পৌরসভার পৌরপ্রধান স্বপন বিষয়ী, উপ পৌরপ্রধান সুপ্রিয় সামন্ত, কাউন্সিলর সেখ ইউসুফ, মানসুরা বেগম,ডঃ চিরঞ্জীব ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।