সামনে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পথসভার আয়োজন দিঘীরপাড় বকুলতলা এলাকায়! উপস্থিত রায়দিঘীর বিধায়ক

রায়দাঘী:নুরউদ্দিন: আর মাত্র কয়েকদিন পরে   ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে আজ রায়দিঘী বিধানসভার মথুরাপুর 2 নম্বর ব্লকের দিঘীরপাড় গ্রাম পঞ্চায়েতের কয়েকটি এলাকায় গ্রাম সমিতি ও জেলার সমস্ত প্রার্থীদেরকে নিয়ে পথসভা করেন রায়দিঘীর বিধায়ক ডাঃ অলক জলদাতা ।

    এদিন কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছুতে হবে, আরো বলেন, দিঘীরপাড় বকুলতলা পঞ্চায়েত এলাকায় তৃণমূলের পথসভার আয়োজন, তার আগে আমাদের দীর্ঘক্ষণ পায়ে হেঁটে র‍্যালি ও হল, উপস্থিত ছিলেন আমাদের মাননীয়া জেলা পরিষদের প্রার্থী চন্দনা হালদার এবং ‌পঞ্চায়েত সমিতির দুজন প্রার্থী ছিলেন, গ্রাম পঞ্চায়েতের ৮ জন প্রার্থীর জন্য আমরা বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চেয়েছি ,লাস্টে দিঘীরপাড় বকুলতলা অঞ্চল এলাকায় আমরা পথসভা করলাম এবং শতাধিক মানুষ আমাদের সাথে ছিলেন, এবং আমরা দেখতে পাচ্ছি দিঘিরপার বকুলতলা অঞ্চলে আলাদা উন্মাদনা, এছাড়াও দিঘিরপার অঞ্চলের সভাপতি বিশ্বনাথ প্রামানিক বলেন। এতদিন যারা টিএমসির থেকে সমস্ত রকমের সুবিধা ভোগ করেছে তারা আজ সিপিএমের প্রার্থী ও কর্মী। এমনকি জনগণের দেওয়ার  জন্য সামগ্রী এনে নিজেরাই ভোগ করেছে।

     

    রায়দিঘী থেকে নুরউদ্দিন এর রিপোর্ট নতুন গতি