গতকাল স্ট্যান্ড রোডের বহুতলে আগুন! তা নিয়ে কি জানালেন প্রশান্ত কিশোরের দঃ ২৪ পরগনার মিডিয়া সেলের কর্মকর্তা দীপ 

গতকাল স্ট্যান্ড রোডের বহুতলে আগুন! তা নিয়ে কি জানালেন প্রশান্ত কিশোরের দঃ ২৪ পরগনার মিডিয়া সেলের কর্মকর্তা দীপ

     

     

     

     

    নতুন গতি নিউজ ডেস্ক : 

    “কাজ করতে পারছিলাম না”

    “মানুষের জন্য কাজ করতে চাই..”

    “আমাদের ভোট দিলে মানুষের সেবা করবো”

    ইত্যাদি বাতেলা আমরা সবার মুখ থেকেই শুনি ভোটের আগে। এইসব বাতেলা মেরে দল ছেড়ে দেয় লোকজন টিকিট না পেলে। এদের এই কাজটা ঠিক কি? কাজের সময় এরা থাকে কোথায়?

     

    গতকাল, স্ট্র্যান্ড রোডের অগ্নিকাণ্ডে যখন পুড়ছে সবকিছু, প্রাণহানি হচ্ছে তখন রাত সাড়ে বারোটার সময়েও ওখানে দাঁড়িয়ে এক মহিলা। রাজ্যের মুখ্যমন্ত্রী। ওখানে ছিলেন না নিজেকে কোবরা দাবি করা মিঠুন চক্রবর্তী। ওখানে ছিলেন না দিলীপ ঘোষ, ওখানে ছিলেন না দাদা শুভেন্দু অধিকারী। গভীর রাত অব্দি ওখানে দাঁড়িয়ে ছিলেন ছেষট্টি বছরের বৃদ্ধা এক মহিলা, ঠিক যেমন আম্ফানের সময়েও দাঁড়িয়ে ছিলেন।

     

    সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়া যদি শিখতে হয়, ওনার থেকে শেখা উচিত – “মানুষের জন্য কাজ করতে চাই” বলে ভোট চাইতে সবাই পারে! অনেক ভুল ডিসিশন, বেফাঁস মন্তব্য এবং হাসির খোরাকের মধ্যেও এগুলোই থেকে যাবে। কুর্নিশ মাননীয়াকে।