|
---|
শুভদীপ পতি; হাওড়া: “ধর্ম যার যার – উৎসব সবার“। এই মন্ত্রে মন্ত্রিত হয়ে “চলো পাল্টাই” পরিবার পৌঁছে গিয়েছিল হাওড়া জেলার অন্তর্গত ঘোড়াঘাটা রেলওয়ে স্টেশন সংলগ্ন “কাঁটাবাড়ি” এলাকার দুঃস্থ মানুষজনদের কাছে। এলাকার দুঃস্থ ও দরিদ্ররা যখন পবিত্র ঈদ উৎসবের আনন্দে মাতবে বলে অপেক্ষায়, তখন “চলো পাল্টাই” সেই সকল মানুষের মধ্যে সামান্য কিছু সংখ্যক মানুষের মুখে একটু হাসি ফুটিয়ে তুলতে সক্ষম হল।
বিশেষত ছোটদের মুখে একটু খুশি দেখতে “চলো পাল্টাই” পরিবার হাজির হয়েছিল কিছু নতুন পোশাক নিয়ে। তারা অনেকটা বাস্তব পরিস্থিত মানিয়ে নিতে “কাঁটাবাড়ি” এলাকার প্রায় শতাধিক মানুষের হাতে তুলে দেয় নতুন পোশাক। সকল ধর্মের বেড়াজাল ভেঙে “এক ধর্ম – মানবিক ধর্ম” এই মন্ত্রে দীক্ষিত হয়ে ছোট ছোট ছেলেমেয়ে দের থেকে শুরু করে মায়েদের হাতে তুলে দিল নতুন পোশাক। শুধু তাই নয়, সেই সাথে সকলকে কেক দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে “আনন্দ-ভালোবাসা” ভাগ করে নিতে দেখা গেল। উল্লেখযোগ্য ভাবে এলাকার মানুষজনদের জন্য কিছু ফলচারা প্রদান করে এই স্বেচ্ছাসেবী সংগঠন।
উপস্থিত ছিলেন চলো পাল্টাই পরিবারের সহ-সম্পাদক সহ সংগঠনের একঝাঁক সেনা সদস্য ও সদস্যরা। যথাক্রমে ছন্দক, সাজিস, ফারহিন, স্নিগ্ধা, পাপিয়া, অনন্যা, মতিলাল , প্রীতম, দীনেশ, সুপ্রীতি, নিরঞ্জন, শুভঙ্কর, নীতিশ, অরুণ নাসরিন খাতুন, অনিন্দ্য দাস মহাপাত্র, সাগরিকা সাঁতরা, সমাপিকা জানা। পরিবারের সকল সেনা সেনানীদের উল্লেখযোগ্য কর্মসূচির মাধ্যমে সমগ্র কার্যক্রম ছিল আনন্দ মুখর।