|
---|
শুভদীপ পতি; হলদিয়া: পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার ডি: ঘাসিপুরে গতকাল একটি বিয়ে বাড়ির বৌভাতে বামপন্থী ছাত্র সংগঠন S.F.I. এবং D.Y.F.I.-এর জেলা কমিটির পক্ষে নব দম্পতিকে চারা গাছ দিয়ে তাঁদের বিবাহিত জীবন যেন সুখের সুখের হয়, সেই আশীর্বাদ করলেন পরিতোষ পট্টনায়ক।
তাঁদের কথায়, যে হারে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, তাতে সকলের উচিত অনেক পরিমাণ বৃক্ষ রোপণ করা এবং প্রতিটি শুভ কাজ শুরু করার আগে বৃক্ষ রোপণকে একটি প্রথা হিসেবে পালন করা