|
---|
মেদিনীপুর: আশঙ্কা ছিলো ঘূর্ণিঝড়ের, জাওয়াদ পরিবর্তিত হলো গভীর নিম্নচাপে। গতকাল পশ্চিম মেদিনীপুরের সর্বত্রই প্রবল বৃষ্টিতে মাথায় হাত চাষীদের। মেদিনীপুর মহকুমার প্রধান অর্থকরী ফসল আলু, সদ্য লাগানো আলুবীজ ডুবলো জলের তলায়।সদর ব্লক সহ কেশপুর,গড়বেতা, শালবনী, গোয়ালতোড়, চন্দ্রকোনা রোড জুড়ে একই চিত্র। মাঠের সোনালী ফসল ধান কাটা হয়ে পড়ে আছে জলের ভিতর। আবার প্রতি বিঘেতে প্রায় কুড়িহাজার টাকা খরচ করে লাগানো আলুও জলের নীচে। এলাকার সবজি ক্ষেতেও একই চিত্র। পাকা ধানে জল পাওয়ার জন্য পুরো ফসল আদায় হবে না, অন্যদিকে আলুর ক্ষেত পচে যাবে এই আশঙ্কায় আতঙ্কিত চাষীরা। জল না নামলে বা বৃষ্টি হলে ক্ষতি আরও বাড়বে বলে মনে করছে এলাকায় চাষীরা।