রাতের অন্ধকারে ভারতীয় রেলের জায়গা দখল করার অভিযোগ বুনিয়াদপুরের  দুষ্কৃতীর বিরুদ্ধে

 

    রাতের অন্ধকারে ভারতীয় রেলের জায়গা দখল করার অভিযোগ বুনিয়াদপুরের  দুষ্কৃতীর বিরুদ্ধে

    দক্ষিণ দিনাজপুর,নতুন গতি:

    রাতের অন্ধকারে ভারতীয় রেলের জায়গা জবরদস্তি করে দখল করার অভিযোগ উঠল বুনিয়াদপুরের কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার বুনিয়াদপুর আলিগরা এলাকায়। সোমবার,সন্ধ্যায় অবৈধভাবে ভারতীয় রেলের জায়গা জবরদস্তি দখল করে জেসিপি দিয়ে খননকার্য চালাচ্ছিল এলাকার দুষ্কৃতী উত্তম মহন্ত (ছোট্টু)। এলাকাবাসীর অভিযোগ পাওয়ামাত্রই খবর সংগ্রহ করতে ঘটনা স্থলে পৌঁছায় সাংবাদিক ধ্রুবজ্যোতি মহন্ত ।
    ঘটনাস্থলে পৌঁছাতেই সাংবাদিকের উপর চড়াও হয় দুষ্কৃতী উত্তম মহন্ত ও গৌতম মহন্ত।
    বাধা দেওয়া হয় সত্য খবর সংগ্রহ করতে । কেড়ে নেওয়া হয় ক্যামেরা , মাইক্রোফোন সহ অন্যান্য সংবাদ সংগ্রহের উপকরণ। সাংবাদিক ধ্রুবজ্যোতি মহন্তকে অশ্লীল ভাষায় গালিগালাজের পাশাপাশি তার ওপর শারীরিক নির্যাতন করা হয়।
    এবং সত্য খবর তুলে ধরা আটকানোর জন্য বাড়ির মহিলাকে ডেকে এনে মিথ্যা শ্রীলতাহানীর মামলা করারও ভয় দেখানো হয় সাংবাদিক কে। সাংবাদিকদের পক্ষ থেকে ঘটনা ধিক্কার জানানোর পাশাপাশি প্রশাসনের কাছে অনুরোধ এই ধরনের দুষ্কৃতীদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে।