কিষান ক্রেডিট কার্ড এর জন্য চলছে ফর্ম ফিলাপ বীরভূমের খয়রাশোল ব্লকে

সেখ রিয়াজউদ্দিন,বীরভূম: করোনা ভাইরাসের প্রাক্কালে তথা লকডাউনের আবহে রাজ্যের পরিযায়ী শ্রমিক সহ চাষীদের চাষের কাজে সাহায্য করতে এগিয়ে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মহীন অবস্থায় না থেকে কৃষিকাজ করে অন্ততঃ উপার্জন করতে পারেন তার লক্ষ্য নিয়ে সহজ সরল সুদে ঋণ পাওয়ার জন্য কিষান ক্রেডিট কার্ডের উপর জোর দেওয়া হয়েছে । বীরভূমের খয়রাশোল ব্লকের দশটি পঞ্চায়েত এলাকায় জোরকদমে চলছে ফরম ফিলাপ করার কাজ তথা ফরম জমা প্রক্রিয়াকরণ।

    ফরম জমা নেওয়ার মেয়াদ ১৫ জুন থেকে বাড়িয়ে ৩০ শে জুন পর্যন্ত বাড়ানো হয়েছে । খয়রাশোল ব্লক এলাকায় ছয় হাজার একশত পঞ্চাশ টি কিষান ক্রেডিট কার্ড নতুন ভাবে তৈরীর টার্গেট ধরা হয়েছে। লক্ষমাত্রা পূরনে অনেকটাই এগিয়ে আসছে । প্রাপকদের সুবিধার্থে সরকার ঘোষিত এই মুহূর্তে জমির পরচা না দিতে পারলে জমির দলিল ও স্থানীয় প্রধানের শংসাপত্র দিলে কাজ হবে । একান্ত সাক্ষাৎকারে জানান খয়রাশোল ব্লকের সহ কৃষি অধিকর্তা সুরজিৎ গড়াই।