|
---|
নূর আহামেদ, মেমারি : ১১ জানুয়ারি ২০২৩, মেমারি পৌরসভার উদ্যোগে আগামী ১৬ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি মেমারি নতুন বাসষ্ট্যান্ডে আয়োজিত হতে চলেছে ১১ তম মেমারি বইমেলা। এই উপলক্ষ্যে বুধবার একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। শোভাযাত্রায় মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির শাখা-১ ও ২, রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয় ও মেমারি হাই মাদ্রাসার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। শোভাযাত্রা নতুন বাসষ্ট্যান্ড থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে চকদিঘী মোড়ে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরা এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী জানান, ১৭জানুয়ারী মেমারি বইমেলা উদ্বোধন করবেন সাহিত্যিক তমাল বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। মেলায় প্রায় ৬৮টি স্টল থাকবে। ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত বলেন, করোনার কারণে বিগত ২ বছর মেমারি বইমেলার আয়োজন করা যায়নি এবছর বিপুল উৎসাহের সাথে বই মেলার আয়োজন করা হচ্ছে। মেমারিবাসীর মধ্যে সার্বিক প্রচার ও ১২ জানুয়ারি বিবেক চেতনা উৎসবকে সামনে রেখে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।ফটো ক্যাপশন- বইমেলার শোভাযাত্রা,