|
---|
খান আরশাদ, রাজনগর: বীরভূমের রাজনগরের ভবানীপুর অঞ্চলের পেরুল গ্রামের একটি থেকে কুয়ো থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ। মৃত ব্যক্তির নাম উত্তম সৌ মন্ডল । বয়স ৪৫ ।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে রাজনগরের ভবানীপুর অঞ্চলের পেরুল গ্রামের বাসিন্দা উত্তম সৌ মন্ডল মানসিক অবসাদে ভুগছিলেন। শনিবার ভোর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না । পরে গ্রামের একটি কুয়োর জলে তাকে ভাসতে দেখেন স্থানীয় মানুষজন। পরে রাজনগর থানায় ও দমকল বাহিনীকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় রাজনগর থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা। দমকল বাহিনীর কর্মীরা ওই ব্যক্তির দেহ উদ্ধার করে এবং রাজনগর গ্রামীণ হাসপাতাল আনা হয়। এরপর ময়নাতদন্তের জন্য সিউড়ি পাঠায় রাজনগর থানার পুলিশ । ঠিক কি কারনে মৃত্যু তা তদন্ত করছে পুলিশ।