|
---|
নিজস্ব সংবাদদাতা:উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগর থেকে উদ্ধার হল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের এক কিশোরী। এক মাস আগে ওই কিশোরী নিখোঁজ হয়েছিল। মঙ্গলবার রাজগঞ্জ থানার পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, ওই কিশোরীকে উত্তরপ্রদেশ থেকে উদ্ধার করা হয়েছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বুধবার তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, 17বছরের ওই কিশোরীর বাড়ি রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েত এলাকায়। সে ফুলবাড়ি হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। তার বৃদ্ধ বাবা অসুস্থ। মা দিনমজুরের কাজ করে কোনওরকমে সংসার চালান। গত ৪ জুন সকালে মাত্র কয়েক কিলোমিটার দূরে এক ব্যাংকে টাকা তুলতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ওই কিশোরী। তারপর থেকে নিখোঁজ ছিল সে। এরপর পরিবারের তরফে রাজগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।