|
---|
জাকির হোসেন নতুন গতি লক্ষীকান্তপুর ।
দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার থানার লক্ষীকান্তপুর ঘাটেশ্বর নাইট ক্লাবের উদ্যোগে দুদিন ব্যাপী ফুটবল সম্প্রীতি কাপ বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। প্রথম দিন ক্লাব সম্পাদক রবিউল ইসলাম জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন। উপস্থিত ছিলেন মন্দির বাজার ব্লক সভাপতি সমির হালদার মহাশয়, দাদপুর গুঞ্জরপুর সিনিয়র মাদ্রাসার শিক্ষকও প্রোগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের রাজ্য সম্পাদক মাওলানা জাকির হোসেন সাহেব, ঘাটেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুশ্রী হালদার মহাশয়া ডাক্তার আজিজুল পিয়াদা সাহেব, ডাক্তার শরৎচন্দ্র হালদার মহাশয় বিশিষ্ট সমাজসেবী রায়হান আলী মির ঘাটেশ্বর মসজিদের ইমাম গোলাম রসূল সাহেব বিশিষ্ট খেলোয়াড় ও ফুটবল প্রেমিক মইদুল নাইট ক্লাবের সভাপতি রবিউল গাজী সহ-সভাপতি খুরশিদ শেখ সম্পাদক রবিউল ইসলাম ক্রীড়া সম্পাদক অরিজিৎ গায়েন কোষাধক্ষ্য আনোয়ার ঘরামি সহ সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন অনুষ্ঠানে হাজার হাজার মানুষের জমায়েত ছিল।