সিপিএমের নতুন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বৃদ্ধতন্ত্রের অবসান ঘটিয়ে মীনাক্ষী, সৃজন, শতরূপদের মত তরুণ মুখদের রাজ্য কমিটিতে জায়গা দিল দল

মহঃ মফিজুর রহমান, নতুন গতি : প্রমোদ দাশগুপ্ত ভবনে গত তিনদিন ধরে সিপিএমের রাজ্য সম্মেলন চলার পর আজ নতুন রাজ্য সম্পাদকের নাম ঘোষণা করলো দল । সিপিএমের নতুন রাজ্য সম্পাদক হলেন মহম্মদ সেলিম । গত কয়েকদিন ধরে সিপিএমের রাজ্য সম্পাদক হিসেবে শোনা যাচ্ছিল শ্রীদীপ ভট্টাচার্যের নাম । বুধবার পর্যন্তও এগিয়ে ছিলেন শ্রীদীপ । সূত্রের খবর, শ্রীদীপ ভট্টাচার্যকে রাজ্য সম্পাদক পদে বসানো নিয়ে দলের মধ্যে মতানৈক্য ঘটায় এই পদের দৌড়ে পিছিয়ে পড়েন তিনি । ফলে বিষয়টি গড়ায় রাজ্য কমিটিতে । সেখানেই চূড়ান্ত হয় পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিমের নাম ।

    নতুন রাজ্য কমিটি থেকে বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, নেপালদেব ভট্টাচার্য, রবীন দেবের মতো পোড়খাওয়া প্রবীণ নেতারা বাদ গিয়েছেন । দলীয় সূত্রের খবর, বয়সজনিত কারণে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন এই প্রবীণ নেতারা।

    অন্যদিকে নতুন রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন মীনাক্ষী মুখার্জি, সৃজন ভট্টাচার্য, শতরূপ ঘোষদের মত একঝাঁক তরুণ ও নতুন মুখ । বৃদ্ধতন্ত্রের অবসান ঘটিয়ে তরুণ ও নতুন মুখদের সামনে এনে এরাজ্যে সিপিএম আবার ঘুরে দাঁড়াতে পারে কিনা সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ।