আনিস হত্যা কান্ডে সিবিআই তদন্তের দাবিতে বাম-কংগ্রেসের যৌথ জনসমাবেশ

মহঃ মফিজুর রহমান, নতুন গতি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঠিত সিট (SIT) দিয়ে কখনোই ছাত্রনেতা আনিস খানের হত্যা কান্ডের সঠিক ও নিরপেক্ষ তদন্ত সম্ভব নয় । আনিস হত্যা কান্ডের সঠিক ও নিরপেক্ষ তদন্তের জন্য প্রয়োজন সিবিআই । কংগ্রেস ও বামপন্থী ছাত্র যুব সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত কলকাতার কলেজ স্ট্রীটের জনসমাবেশ থেকে এই দাবিতে সোচ্চার হলেন সংগঠনের নেতৃত্বরা ।


    উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি মোঃ সাদাব খান, পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সহ-সভাপতি সাদাব সিদ্দিকী, পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সহ-সভাপতি প্রশান্ত সামন্ত, পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের যুগ্ম সম্পাদক পূরব কুমার বসু, পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের যুগ্ম সম্পাদক আতিফ জহুর সহ বামপন্থী সংগঠনগুলির আরও অনেক নেতৃত্ব ।

     

    সমাবেশ থেকে আনিস খানের হত্যার ঘটনায় সিবিআই তদন্ত সহ সকল দোষীদের কঠোর শাস্তির দাবীতে সোচ্চার হন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি মোঃ সাদাব খান । এছাড়াও আনিস খান হত্যার ঘটনায় সুবিচারের দাবীতে যে সব আন্দোলনকারীদের পুলিশ গ্রেপ্তার করেছে, তাদের খুব শীঘ্রই মুক্তির দাবি জানান নেতৃত্বরা ।