|
---|
নিজস্ব সংবাদদাতা : কালীঘাট ছেড়ে এবার হাওড়ার ভোটার মুখ্যমন্ত্রীর ভাই বাবুন! ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট ছেড়ে হাওড়ার ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন। হঠাৎ এই সিদ্ধান্ত কেন? হাওড়া-পুরভোটের (Howrah Municipal Election) সঙ্গে এই সিদ্ধান্তের নিবিড় যোগ রয়েছে, জোর চর্চা বঙ্গ রাজনীতিতে।ক্লাব তথা একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের কাজকর্মের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছে স্বপন বন্দ্যোপাধ্যায়। সক্রিয় রাজনীতিতে আসতে পারেন, এ জল্পনাও নতুন নয়। তবে ভোটারতালিকায় তাঁর ঠিকানা পরিবর্তনের সিদ্ধান্ত তোলপাড় ফেলেছে রাজনৈতিক মহলে। তিনি নিজেও ভোটে লড়ার ইচ্ছা গোপন করলেন না। স্বপনের কথায়,’এই ভোটার কার্ড নিয়ে হাওড়ার নির্বাচনে দাঁড়াতে চাই।’ তবে কি পুরভোটে মেয়র পদপ্রার্থী করা হচ্ছে মুখ্যমন্ত্রীর ভাইকে? এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘দল যা সিদ্ধান্ত নেবে, আমি তা-ই সিদ্ধান্ত নেব। দলের বাইরে আমি কিছু করতে পারব না।’ উল্লেখ্য, রাজনীতিতে যোগ দিয়ে আগেই তৃণমূল কাউন্সিলর মুখ্যমন্ত্রীর আর এক ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়। তা হলে কি একই পথ নিতে চাইছেন বাবুন? এবারও একই উত্তর তাঁর। ‘দল যে জায়গা দেবে, সে জায়গায় কাজ করব।’ তবে সঙ্গে সংযোজন,’হাওড়ার জন্য ছোটবেলা থেকে খেটেছি। এখানকার ১০০ ভাগ লোকের ৯০ ভাগই ভালোবাসেন আমাকে।’তৃণমূল সূত্রে খবর, ৪৪ নম্বর ওয়ার্ড থেকে লড়তে চান বাবুন। সেই মর্মে দলে আর্জিও জানিয়েছেন। তবে খাতায়কলমে যেটা প্রকাশ্যে সেটা হল শিবপুরের ঠিকানায় তাঁর ভোটার কার্ড। তাঁর দাবি, তিন মাস হল এই ঠিকানায় ভোটার হয়েছেন। নির্বাচন কমিশনের সাইটেও সে রকমই তথ্য। কিন্তু এই ঠিকানা বদলের পরের ধাপ কী, আপাতত সেই দিকে তাকিয়েই রাজনৈতিক মহল।