|
---|
রামিজ আলী : লালচে আলোয় ঘেরা এক চার্চের পরিবেশে কফিন থেকে বেড়িয়ে এলেন শিল্পী।গাইলেন তাঁর নতুন গান ‘জিন্দা হুঁ ম্যাঁয়’।হ্যাঁ, বয়স যাঁর কাছে একটা সংখ্যা মাত্র।সত্তরের যুবক অমিত কুমার প্রকাশ করলেন তাঁর নতুন গান কুমার ব্রাদার্স মিউজিক থেকে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।সম্প্রতি কলকাতার এক চার্চে শুটিং করেন শিল্পী।গানের শুরুতেই শিল্পীকে দেখা যায় কফিনে শুয়ে গান গাইতে।জিন্দা হুঁ ম্যাঁয় এক পরিন্দা হুঁ ম্যাঁয়। গান লিখেছেন লীনা চন্দ্রভারকার, সুর দিয়েছেন অমিত স্বয়ং। অমিত কুমার জানান,” এই প্রথম কলকাতায় শুট করলাম কুমার ব্রাদার্স মিউজিকের কোনো গান। গানটা একটা জীবন দর্শন আছে।লীনা জির লেখায় সাধারণত এরকম কিছু বক্তব্য থাকে।” নতুন গান নতুন জেনারেশনের সাথে কাজ করার অভিজ্ঞতা নিয়ে অমিত বললেন,”এখনকার সাউন্ড নতুন জেনারেশনের জন্য মানানসই।আমিও সময়ের সাথে চলতে ভালোবাসি।কিন্তু তাতে মেলোডি, হারমোনি, গানের কথা এগুলোর ওপর বিশেষ গুরুত্ব দিই।” নিজের মিউজিক লেবেল থেকে বাংলা গান করার কোনো ভবিষ্যতে পরিকল্পনা আছে কিনা জানান শিল্পী।অমিত বললেন,”নিশ্চয়ই করবো।আরো কিছু সাবস্ক্রাইবার বাড়ুক ইউটিউবে।এখন আরো কিছুদিন কভার ভার্সান, অরিজিনাল নিয়েই চলবে।এর পর রবীন্দ্রসঙ্গীত এর সিঙ্গেলস আর নতুন আধুনিক বাংলা গানও করার পরিকল্পনা আছে।”গানটা শ্রোতাদের যে বেশ ভালো লাগছে তা এর রেসপন্স দেখেই বোঝা যাচ্ছে।