|
---|
আব্দুল মান্নান,নতুন গতি :
বিগত কয়েক দিন থেকে বীরভূম জেলার মুরারই থানার পাইকর গ্রামে ডায়রিয়া মহামারী আকার ধারণ করেছে। প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, জলের উৎস স্থল সেই জল ট্যাংকি থেকে ও গ্রামে অবস্থিত উক্ত টিউব ওয়েল গুলি থেকে পর্যাপ্ত পরিমাণে জল পাচ্ছে না পাইকর গ্রামবাসী। প্রশাসনের তরফ থেকে বাইরে থেকে এসে পাইকরে ডায়রিয়া কবলিত এলাকাগুলিতে জল বিতরণ করা হচ্ছে।
কিছুদিন আগে মুরারই এর স্বেচ্ছাসেবী সংস্থা “নিন্দা ও প্রতিবাদ” সংগঠন সেই মানুষগুলোর বাড়ি বাড়ি গিয়ে কুড়ি লিটার করে জল তুলে দিয়েছিল। কিন্তু আজ মঙ্গলবার প্রশাসনের তরফ থেকে যে জলের ট্যাঙ্ক পাইকর দুর্গা মন্দির তলা থেকে জল বিতরন করছিল, সেই জল থেকে মিলল টিকটিকি মরা। এর ফলে ক্ষোভে ফুঁসছে পাইকরবাসী। অন্যদিকে এই ডায়রিয়ার ফলে চিকিৎসার গাফিলতির জন্য পাইকরে সাত বছরের একটি ফুটফুটে মেয়ে মারা গেছে বর্তমানে সেই মেয়েটির পরিবার ক্ষোভ জানিয়েছে ও তার জন্য দায়ী করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে বর্তমানে পাইকর এর মানুষ এই মুহূর্তে আতঙ্কে ভুগছেন। তার উপরে প্রশাসনের তরফ থেকে যে জল দেওয়া হচ্ছে সেখানেও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে! পাইকর জল ট্যাংকি থেকে টিকটিকি পাওয়ামাত্র ক্ষোভে ফুঁসছে পাইকর এর জনসাধারণ। এই ক্ষোভের কারণে পথ অবরোধ করেছে গ্রামবাসী।