|
---|
ইলিয়াস মল্লিক, নতুন গতি, বাগনান: অহিংসার প্রতীক স্বাধীনতা সংগ্রামী ও জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবস উপলক্ষে অহিংসা দিবস পালন করলেন বাংলার ইতিহাসের স্বণাক্ষরিত মানুষ পীর হজরত আবুবক্কর সিদ্দিকীর চতুর্থ বংশধর পীরজাদা আব্বাস সিদ্দিকীর সংগঠন ফুরফুরা আহলে সুন্নতুল জামাত। এই সংগঠনের বাগনান শাখার উদ্যোগে এই অহিংসা দিবস উদযাপিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন কোলকাতা হাইকোর্টের আইনজীবি মোফাক্কেরুল ইসলাম ও আইনজীবি বাউজুল হোসেন।এছাড়াও ঐ সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের উলুবেড়ীয়া মহকুমার সম্পাদক ডঃ আফতাব সাহেব,কাটরা অঞ্চলের সম্পাদক হাফিজুল সাহেব ও সংগঠনের সদস্যরা।ফুরফুরা তথা বাংলার স্বাধীনতা সংগ্রামী পীর আবুবক্কর সিদ্দিকী নিজে অহিংসার পথ আপন করে দেশপ্রেমের নিদর্শন রেখে গেছেন, তার আদর্শে অনুপ্রাণিত বাংলার মানুষকে সেই অহিংসাকে আপন করে সাম্প্রদায়িক বিভেদকে দূরে সরানোর আহ্বান জানালেন মোফাক্কেরুল ইসলাম সাহেব।