|
---|
ব্যক্তির ছবি নয়, ব্যক্তিত্বের ছবি উঠে আসুক,
মানুষের পরিচয় নয়,মনুষ্যত্বের বিকাশ ঘটুক
নতুন গতি ওয়েব ডেস্ক:
ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার ট্রাস্টের কর্নধার হিসাবে বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে কর্মকান্ডের মাধ্যমে আমি আমার সাধ্য মতো মানবতার সেবায় কাজ করে গিয়েছি।
বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে করোনা ভাইরাস ও আমফান ঝড়ের ক্ষতিগ্রস্ত মানুষগুলোর জন্য সাধ্যমত পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।নিজে রক্তদান ও অন্যদের রক্তদানে উৎসাহিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। নিজ হাতে অনেক ডোনার ম্যানেজ করেছি, অন্যান্য স্বেচ্ছাসেবী খাতেও আমরা বিচরণ করেছি।সব কিছুর জন্য আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশনের প্রতি চির কৃতজ্ঞতা জানাই।আমি মনে করি আমার সফলতা এখানেই।সবার ভালোবাসা আর সম্মান নিয়ে যেতে পারছি, এর থেকে বড় আর কিছুই হতে পারে না।
পরিশেষে আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশনকে অন্তর থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এতটা ভালোবাসার জন্য আর এতটা সম্মান দেয়ার জন্য। আমি জানি না আমি এতটার যোগ্য ছিলাম কিনা কিন্তু তাদের দেওয়া ভালোবাসায় আজ আমি সিক্ত।