করোনা ত্রাণে অলিগঞ্জ বালিকা বিদ্যালয় দিলো ১ লক্ষ ১ হাজার ১০০ টাকা

সেখ মোহাম্মদ ইমরান,নতুন গতি:-
করোনা পরিস্থিতিতে সংকটকালে মানুষের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলো পশ্চিম বঙ্গের অন্যতম প্রাচীন ও অবিভক্ত মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী বালিকা বিদ্যালয় অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয় (উ.মা)। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষকা-শিক্ষাকর্মী এবং পরিচালন সমিতির সদস্যদের সম্মিলিত উদ্যোগে সংগৃহীত ১লক্ষ ১ হাজার ১০০ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দেওয়া হয়। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষে চেক গ্রহণ করেন অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) প্রণব বিশ্বাস। বৃহস্পতিবার বিদ্যালয়ের চার সদস্যের এক প্রতিনিধিদল এই চেক তুলে দেন প্রশাসনের হাতে প্রতিনিধি দলে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমিতা ব্যানার্জী,পরিচালন সমিতির সভাপতি সুব্রত সরকার এবং দুই শিক্ষাকর্মী প্রকাশ রঞ্জন দুয়ারী ও শংকর মাঝি।