|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক :বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। লকডাউন চলছে দেশ জুড়ে। এই লকডাউনের মধ্যেই ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিলের চাল ও আলু দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার জন্য দাবী তুললো এবিটিএ পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। এবিটিএ এর পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ জানিয়েছেন, আমরা সংগঠনের পক্ষ থেকে লকডাউনের ওঠার পর বা অন্য কোন বিকল্প ব্যবস্থা করে চাল আলু বিতরণের জন্য প্রসাশনের কাছে দাবি জানিয়েছি। তিনি আরও বলেন রেশনিং সিস্টেমের মাধ্যমে এটা করা যায় কিনা সরকার ভাবুক। তিনি প্রশ্ন তোলেন এখন লকডাউনের কারণে শিক্ষক, শিক্ষাকর্মীরা কিভাবে বিদ্যালয়ে আসবেন, অভিভাবকদের খবরই বা কিভাবে দেওয়া হবে। ছাত্রদের বদলে অভিভাবকরা বিদ্যালয়ে এসে চাল ও আলু নেবেন। বাজার থেকে আলু কিনতে হবে। প্যাকেজিং করে তুলে দিতে হবে অভিভাবকদের হাতে। এতে সোশ্যাল ডিস্টান্স মানার সমস্যাও হবে। তিনি আরো বলেন , যদি এইভাবেই দেওয়া হয় তাহলে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজার, মাস্ক , গ্লাভস ইত্যাদির ব্যবস্থা করা হোক।