করোনা পরিস্থিতিতে জামাই ষষ্ঠীর জন্য পাখা, ডালি বিক্রি না হওয়ায় হতাশ বিক্রেতারা

মালদা-আর ক’‌দিন বাদেই জামাই ষষ্ঠী। আর আগে চলছে বাঁশের হাতপাখা বিক্রি। কিন্তু এবার করোনা পরিস্থিতিতে পাখা, ডালির দাম নেই বললেই চলে। হতাশ বিক্রেতারা। গত বছর লকডাউনে কিছু বিক্রি হয়েছিল। কিন্তু এবার ক্রেতা নেই বললেই চলে। এদিন রথবাড়ি বাজারে দেখা গেল বিক্রির অপেক্ষায় বসে রয়েছেন পুজা ভগত, শিলা ভগতরা। তাঁরা বলেন, ‘‌এবার কী করে আমাদের চলবে কিছুই বুঝতে পারছি না। প্রতি বছর জামাই ষষ্ঠীর আগে ভালই বিক্রি হয়ে থাকে ডালি, হাতপাখার। কিন্তু এবার নেই বললেই চলে।’‌