|
---|
মালদা-বডিউড অভিনেতা সোনু সুদের মতো অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন মালদার কৃষ্ণ মন্ডল। অসহায় দু:স্থ পরিবারের মধ্যে রবিবার দুপুরে আহারের ব্যবস্থা করলেন বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ মণ্ডল। এদিন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে প্রায় পাঁচ শতাধিক অসহায় মানুষকে ডিম, ভাত বিতরণ করলেন। এক কর্মী দীপঙ্কর দাস জানান, কৃষ্ণ মন্ডলের নেতৃত্বে এই কর্মসূচি চলবে। আজ ডিম ও ভাত বিতরণ করা হয়েছে। আগামী দিনে কোনোদিন মাছ-ভাত, কোনদিন ও বা মাংস-ভাতের ব্যবস্থা করা হবে।