|
---|
সেখ সামসুদ্দিন : মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ি এলাকার খয়রপুর গ্রামে শ্রী সারদা সেবা মন্দিরের পক্ষ হতে আদিবাসী ছেলে মেয়েদের তীরন্দাজীর যন্ত্র ও ফুটবল প্রদান এবং মায়েদের শাড়ি বিতরণ অনুষ্ঠান করা হয়। এদিন ৬৫ জনকে বস্ত্র, ৫০ জনকে তীর ও চরটি ফুটবল প্রদান করা হয়। এলাকার ট্রাইবাল ছেলে মেয়েদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার উন্নয়নে বিশেষ ভুমিকা নিয়েছেন যাদবপুর-বারুইপুর শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ বিদ্যাপীঠ এই খয়েরপুর শ্রী সারদা সেবা মন্দির আশ্রমের মাধ্যমে। এদিনে উপস্থিত ছিলেন সাতগেছিয়া ফাঁড়ির আই সি চিরঞ্জীব ঘোষ, জাতীয় স্তরে অংশগ্রহণকারী ও মেডেল প্রাপ্ত উমা মুরমু, ও আকাশ ওরাং, সেবামন্দিরের জন জায়গা দানকারী করুণাময় কুমার, মেমারি ১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সনাতন হেমরম, টিডিএস সভাপতি সরকার মান্ডি এদিনের সঞ্চালক, শিক্ষক চন্দ্রশেখর ঘোষ, শিক্ষক সমরেশ হেমরম, মহারাজ চিন্ময় চৈতন্য, আশ্রমের মা, স্বরূপ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আশ্রমে নার্সারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ১১ জন শিক্ষিকা সহযোগে ১৪০ জন ছাত্রছাত্রীর পড়াশোনা বন্দ্যোবস্ত চালু আছে। পাশাপাশি তীরন্দাজী, কাবাডি, ফুটবল সহ বিভিন্ন খেলায় উৎসাহিত করতে সচেষ্ট হয়েছেন। আশ্রমের সভাপতি কানাইলাল ঘোষ, সম্পাদক স্বামী দিব্যা আত্যানন্দ মহারাজ সহ বিশিষ্টবর্গ আশ্রমের পাশে থেকে কাজ করছেন।