ফ্লিপকার্টে প্রতারণার অভিযোগ ভাঙড়ে।

সাকিব হাসান,ভাঙড়: ফ্লিপকার্ট এর মাধ্যমে অনলাইনে অর্ডার করেছিলেন স্যানিটাইজার। পার্সেল এর প্যাকেট রিসিভ করে প্যাকেট খুলতে চক্ষু চড়কগাছ। প্যাকেটের মধ্য থেকে বেরিয়ে এলো AB- কোম্পানির একটি ইট। ঘটনাটি ঘটে ভাঙড়ের কলকাতা লেদার কমপ্লেক্স থানার ওয়াড়ী এলাকার। ওয়াড়ী এলাকার বাসিন্দা আফজাল হোসেন নামের এক যুবক করোনা মহামারীর সময় অনলাইনে স্যানিটাইজার এর অর্ডার দিয়েছিলেন। গত মে মাসে ২৮ তারিখে অর্ডার দেন সে। নিয়মমতো চলতি মাসের ৩ তারিখে অর্ডার করা সামগ্রী হাতে পায়। তারপর ওই কোম্পানির স্যানিটাইজার এর প্যাকেট খুলে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। আফজাল দেখে প্যাকেটের ভিতরে AB- কোম্পানির ভাঙ্গা একটি ইট। দেখার সঙ্গে সঙ্গে ওই কোম্পানির কাস্টমার কেয়ারে ফোন করেন। তারা তাকে প্রতিশ্রুতি দেয় ওই সামগ্রীটি পরিবর্তন করে দেয়া হবে। পরিবর্তনের দিন পেরিয়ে গেলেও আবার কাস্টমার কেয়ার কোম্পানির নাম্বারে ফোন করে কথা বলে। তাকে পুনরায় বলা হয় টাকা ফেরত দেয়ার কথা কিন্তু একের পর এক তারিখ পরিবর্তন হলেও কোনো রকম সুরাহা হয়নি। অবশেষে পুলিশের দ্বারস্থ হয় আফজাল, তবে আফজাল অবাক হয় এই অতি মারি সময় এই কোম্পানিগুলো মানুষকে ঠকিয়ে যাচ্ছে।