নেতাজির জন্মদিনে হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া গ্রামে প্রতিযোগীদের মন কাড়ল ওপেন কু্ইজ।

 
হরিশ্চন্দ্রপুর,মহ:নাজিম আক্তার,২৩ জানুয়ারি: আজ নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২১ তম জন্মবার্ষিকী এবং ১২২ তম জন্মদিনে কলকাতা থেকে জেলার বিভিন্ন প্রান্তে পালন করা হল নেতাজির জন্মবার্ষিকী।মালদা জেলার বিভিন্ন সরকারি অফিস, স্কুল ও ক্লাব সহ বেসরকারি প্রতিষ্ঠানগুলিতেও পালন করা হল নেতাজির জন্মবার্ষিকী।এদিন তার পাশাপাশি হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর জিপির বাংরুয়া গ্রামে আজাদ ক্লাব ও স্থানীয় যুবকদের উদ্যোগে অনুষ্ঠিত হলো কুইজ ও অঙ্কন প্রতিযোগিতা। এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পের ভাইস চেয়ারম্যান তজমুল হোসেন, মালদা জেলা পরিষদের শিশু, নারী, ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের কর্মাধ্যক্ষ মার্জিনা খাতুন, মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়নব নেশা সহ বিশিষ্ট সমাজসেবক জম্মু রহমান, সেইফুল্লা, রহমান হাজী, জুলফিকার আলী, ওলিউর রহমান , নুরাইন ও মুসারফ হোসেন সহ এলাকার বিশিষ্টজনেরা।
ক্যুইজ পরিচালক কমিটির সভাপতি মহম্মদ ইন্তাজ আলী জানান, প্রতিবছর নেতাজির জন্মদিন উপলক্ষ্যে আজাদ ক্লাব ও যুবকদের উদ্যোগে বাংরুয়া প্রাইমারি স্কুলে লিখিত ক্যুইজ ও অঙ্কন প্রতিযোগিতা করা হয়। এবছর ছাত্র-ছাত্রীদেরকে আরো বেশি কুইজের প্রতি আকৃষ্ট করার জন্য লিখিত কুইজের পাশাপাশি সকল ছাত্র-ছাত্রীদের জন্য ওপেন কুইজের ব্যবস্থা করা হয়েছিল।
সে আরও জানান, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠান। দিনের-পর-দিন ছাত্রছাত্রীরা ডিজিটাল যুগের কম্পিউটার ও মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছে। ভারতবর্ষের প্রাচীন ইতিহাস, স্বাধীনতা সংগ্রামী বীরপুরুষ ও দেশের মহান ব্যক্তিদের কথা ভুলতে বসেছে বর্তমান সমাজ। দেশের বর্তমান পরিস্থিতি ও সমাজকে আরো বেশি করে জানার জন্য এবং ছাত্র-ছাত্রীদেরকে সাংস্কৃতি মনস্ক করে তোলার জন্যই এই অনুষ্ঠান।
আগামী ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে আজাদ ক্লাব প্রাঙ্গণে আরো এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেদিন প্রতি ক্লাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে মঞ্চে পুরস্কৃত করা হবে বলে জানান।