|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: করোনা পরিস্থিতিতে শালবনীয় কেন্দ্রীক ছত্রছায়া গ্রুপের উদ্যোগে খবর পেলে কোভিড আক্রান্ত পরিবারে বাড়িতে গিয়ে স্যানিটাইজেশন এর কাজ চলছে। এছাড়াও গ্রুপের উদ্যোগে ভ্রাম্যমান রান্নাঘর সহ বিভিন্ন রকম সামাজিক কর্মসূচিও চলছে। স্যানিটাইজেশনের জন্য শালবনী এলাকা বাদেও মেদিনীপুর এলাকা থেকেও ফোন আসছে গ্রুপের কাছে।
ফলে একটি টীমের পক্ষে সব জায়গায় স্যানিটাইজ করা সম্ভব ছিল না।তাই এবারের স্যানিটাইজেশনের জন্য নতুন ইউনিট গড়ে তুললো ছত্রছায়া। মঙ্গলবার
প্রথম দিনে এই নতুন ইউনিট মেদিনীপুর শহরের বরিশাল কলোনিতে ও মির্জা বাজারে দুটো বাড়িতে স্যানিটাইজেশন করে। মেদিনীপুর শহর ও পার্শ্ববর্তী এলাকার ছত্রছায়ায় মাধ্যমে স্যানিটাইজেন করতে চাইলে তিন শিক্ষক-শিক্ষিকা রাজা ভকত-99324 98852, দেবাশিস মন্ডল- 7001046714
মালা মুর্মুর সাথে যোগাযোগ করতে হবে।