|
---|
রিওয়ার্ড ওয়েলফেয়ার এর পক্ষ থেকে বীরভূমের চন্দ্রপুরে দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: একটি অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা হলো রিওয়ার্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন৷ এর উদ্যোগে বীরভূম জেলার চন্দ্রপুর থানার অন্তর্গত কানাইপুর গ্রামে দরিদ্র, দুঃস্থ ও অসহায় পরিবারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য,খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বৃহস্পতিবার৷ হাজির ছিলেন উক্ত স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালক, প্রতিনিধি, কর্মীরা এবং স্থানীয় থানার ওসি, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সহ সমাজকর্মীবৃন্দ প্রমুখ৷ এমন উদ্যোগ নেওয়ার জন্য উদ্যোক্তা তথা উক্ত সংস্থাকে সাধুবাদ জানান বাসিন্দারা৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গরিব দুঃস্থ পরিবারগুলিতে এদিন চাল, চা, চিনি, আলু, তেল, মশলা, বিস্কুট, মুড়ি, সাবান, মাস্ক মিলিয়ে প্রায় ১৮ টি সামগ্রী তুলে দেওয়া হয়৷ উদ্যোক্তাদের তরফে এগুলি তুলে দেন চন্দ্রপুর থানার ওসি বিপ্লব দত্ত, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, রিওয়ার্ড সভাপতি রাজু রায়, সমাজকর্মী সৌমিত্র সিংহ, মন্টু বাগ্দী প্রমুখ৷ রিওয়ার্ড ওয়েলফেয়ার এর কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী রাখী বন্দ্যোপাধ্যায় সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের একাংশ৷