|
---|
নিজস্ব সংবাদদাতা: বারবার অবৈধ কারবারীরা তাদের জিনিস পত্র পাচার করতে বিভিন্ন সময়ে বিভিন্ন পন্থা অবলম্বন করতে দেখা গেছে।কখনো কয়লা বোঝায় গাড়ির উপর ইট সাজানো,তো কখনো জলের বোতল সাজানো নীচে কয়লা এরকম ঘটনা দেখা গেছে । অনুরূপ ভাবে ফের একটা অবৈধ কয়লা পাচারের ঘটনায় সদাইপুর থানার পুলিশ সাফল্য পান কয়লাভর্তি পিক আপ ভ্যান সহ গাড়ির চালক ও খালাসিকে আটকে দিয়ে। সুপার হিট দক্ষিনী ছবি “পুষ্পা দ্য রাইজ” সিনেমায় পুলিসের চোখে ধুলো দিয়ে চন্দন কাঠ পাচার করতে দেখা যায় দুষ্কৃতীদের। এখানে ও যেন ফিল্মী কায়দায় দুষ্কৃতীরা সেই পথ অবলম্বন করছে। দুষ্কৃতীদের সেই ফিল্মী কৌশল, বীরভূমের সদাইপুর থানার পুলিশের তৎপরতায় বানচাল হয়ে যায়।
শনিবার গভীর রাতে পুলিশি টহল দেওয়ার সময় সদাইপুর থানার ওসি মিকাইল মিয়ার নেতৃত্বে রানিগঞ্জ মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে দুবরাজপুর থানার ছানুচ গ্রাম থেকে সিউড়ির দিকে যাওয়ার সময় পানুড়িয়া ক্যানেলের কাছে বস্তা ভর্তি তুষ বোঝায় একটি ৪০৭ পিক আপ ভ্যান দেখে পুলিশের সন্দেহ হওয়ায় গাড়িটিকে আটকায়। তল্লাশি চালাতেই পুলিশের চক্ষু চড়কগাছ। দেখেন তুষ ভর্তি বস্তার নীচে প্রায় চার টন কয়লার স্তূপ।বর্তমান যার বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ হাজার টাকা। গ্রেপ্তার করা হয়েছে ঐ গাড়ির চালক সেখ আজারুল ও খালাসি সিন্দাবাদ খানকে।
উল্লেখ্য, বীরভূম জেলায় অভিনব কায়দায় কয়লা পাচার ঘটেই চলেছে।গাড়িতে বেশিরভাগ অংশ কয়লা বোঝাই করা এবং ওপরে কখনো ইট, কখনো জলের বোতল আবার কখনো ফল বোঝাই করে পাচার করা হচ্ছিল, কিন্তু পুলিশের তৎপরতায় প্রত্যেকবার ধরা পড়ে এই অবৈধ কয়লা পাচার। ধৃতদের রবিবার সিউড়ি জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।