|
---|
নিজস্ব সংবাদদাতা : হুগলি জেলার সাহিত্যিকদের একাংশকে নিয়ে বলাগড়ে সাহিত্য উৎসব পালন করল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক-শিল্পী সংঘ। রবিবার দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সাহিত্যিকদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বয়সের এক ঝাঁক শ্রোতা।
রবিবার বলাগড় ব্লকের সোমড়াবাজারে আয়োজন করা হয়েছিল ওই সাহিত্য উৎসবের। কয়েকটি পর্বে ভাগ করা হয়েছিল ওই অনুষ্ঠান। প্রথম পর্বে স্বরচিত কবিতা এবং গল্প পাঠ করা হয়। তাতে যোগ দেন জেলার সাহিত্যিকদের একাংশ। সন্ধ্যায় অন্তিম পর্বে ছোটদের দুটি নাটক মঞ্চস্থ হয়। অনুষ্ঠানে সার্বিক ভাবে দর্শকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।এই অনুষ্ঠান মঞ্চ থেকে দুটি কবিতার বইও প্রকাশিত হয়। লেখক শিল্পী সঙ্ঘের হুগলি জেলা কমিটির একাধিক নেতা উপস্থিত ছিলেন সেখানে। উৎসবের তত্ত্বাবধানে ছিলেন সংগঠনটির বলাগড় অঞ্চল কমিটির সদস্যরা।