|
---|
নিজস্ব প্রতিনিধি : ২৭ আগস্ট, সুত্র মারফত খবর পেয়ে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের টিম পৌঁছে গিয়েছিল নারকেলডাঙায়। বিকেল ৪.৪৫ নাগাদ, রাস্তায় দেখা যায় একটি সাদা হুন্ডাই স্যান্ট্রো গাড়িকে। সুত ইশারা করতেই সেই গাড়িটিকে আটক করেন স্পেশাল টাস্ক ফোর্সের অফিসারেরা। শুরু হয় তল্লাশি।
তল্লাশিতে গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ হেরোইন। মোট ২.১৪৭ কিলোগ্রাম হেরোইনের বেশিরভাগটাই লুকিয়ে রাখা ছিল গাড়ির সিটের হেলান দেওয়ার অংশের ভিতরে। বাকি অংশটা লুকোনো ছিল সামনের সিটের সঙ্গে জোড়া বালিশে। বাইরে থেকে দেখলে বোঝা সম্ভবই নয়, এই গাড়িতে করেই পাচার হচ্ছে প্রায় ৮ কোটি টাকার নিষিদ্ধ মাদক।
সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হয় গাড়ির দুই আরোহীকে। জয়গোপাল দেবনাথ এবং হুসেন আহমেদ, দু’জনেই অসমের বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই তারা কলকাতায় নিষিদ্ধ মাদকের কারবার চালাচ্ছিল। গত কয়েকদিনে কলকাতা পুলিশের জালে ধরা পড়েছে আরও বেশ কয়েকজন মাদক পাচারকারী। তালিকায় যোগ হল এই দু’জনও।