|
---|
নতুন গতি নিউজ ডেস্ক, ২৮ আগস্ট, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার সুন্দরপুর গ্রামে একদিনের আট দলীয় এক নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। পাড়া ফুটবলের এই জমজমাট টুর্নামেন্টে প্রত্যেকটা টিম তাদের সেরা খেলাটা তুলে ধরে। বিকেল ৪টে নাগাদ কয়েক হাজার দর্শকের সামনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে অংশ নেয় বাজার’স মুর্শিদাবাদ এবং বীরভুম জেলার লোকপাড়া বীরভূম টিম। দুদলই চুড়ান্ত ভালো খেলার শেষে জয় ২-০ গোলে জয় পায় বীরভূম লোকপাড়া ফুটবল টিম। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্যোক্তারা উইনার্স বীরভূম লোকপাড়া ফুটবল টিমের অধিনায়কের হাতে ১৫ হাজার এবং রানার্স বাজারস মুর্শিদাবাদ টিমের ক্যাপ্টেনের হাতে ১০ হাজার টাকার চেক সহ উইনার্স ও রানার্স ট্রফি প্রদান করেন।