মারা গেলেন বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা চিন্ময় রায়

নতুন গতি নিউজ ডেস্ক :মারা গেলেন অভিনেতা চিন্ময় রায়। রবিবার রাত সওয়া দশটা নাগাদ তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

    পারিবারিক সূত্রের খবর, নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন চিন্ময় রায়। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। খবর পেয়ে সল্টলেকে তাঁর শ্রাবণী আবাসনের বাড়িতে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু।গত বছর জুন মাসে তিনি ছাদ থেকে পড়ে গিয়ে মারাত্মক ভাবে জখম হয়েছিলেন। গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল জনপ্রিয় এই অভিনেতাকে। কী ভাবে পড়ে গিয়েছিলেন অভিনেতা, তা নিয়ে অনেক জলঘোলা হলেও সঠিক কারণ জানা যায়নি। তবে তার পর থেকেই বেশ ভেঙে পড়েছিল তাঁর শরীর।

    চিন্ময় রায়ের ম্যানেজার জানিয়েছেন, “রবিবার রাতে চলে গেলেন চিন্ময়দা। ছাদ থেকে পড়ে যাওয়ার পর থেকেই অসম্ভব শারীরিক কষ্টে ভুগছিলেন। আমি ওঁর শেষ বয়সের দুঃখকষ্টের সঙ্গী ছিলাম, দীর্ঘ আট বছর দাদার সঙ্গে ছিলাম আমি।” চিন্ময় রায়ের স্ত্রী গত হয়েছেন অনেক দিন আগে। পরিবার বলতে রয়েছেন তাঁর এক মেয়ে এবং এক ছেলে। মেয়ে থাকেন চেন্নাইতে। তিনি কলকাতায় আসার পরেই চিন্ময়বাবুর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।
    পারিবারিক সূত্রের খবর, ১৯৪০ সালের জানুয়ারি মাসে বাংলাদেশের কুমিল্লা জেলায় তিনি জন্মগ্রহণ করেন। বাংলা ফিল্ম দুনিয়ায় সত্তরের দশকে পা রাখেন তিনি। অচিরেই সে সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা হয়ে ওঠেন। বহু সিনেমায় তাঁর কমেডি চরিত্রে অভিনয় আজও মনে রেখেছেন মানুষ। বড় পর্দায় টেনিদার চরিত্রে অভিনয় করেছেন চিন্ময়। এ ছাড়াও বসন্ত বিলাপ, ধন্যি মেয়ে, শ্রীমান পৃথ্বীরাজ, ননী গোপালের বিয়ে, ঠগিনীর মতো অসংখ্য বাংলা ছবিতে অভিনয় করেছেন। পরিচালনা করার খুব ইচ্ছে ছিল তাঁর। শেষ জীবনে ছবি পরিচালনা করার কথা ভাবতেন। কিন্তু সুযোগ পেলেন না।তাঁর এই প্রয়াণ বাংলা চলচ্চিত্র জগতের কাছে এক বড় ক্ষতি বলে মনে করছেন অনেকে।