|
---|
সেখ সামসুদ্দিন : ১৯ জুলাই হেলমেট আর মাস্ক পড়লেই ১লিটার পেট্রোল একদম ফ্রি, আর নিজের হাতে গাছ বসানোর সাম্প্রতিক ছবি দেখাতে পারলে সাথে ৫০০ এম.এল সরষের তেলও একদম ফ্রি তে !! একটু অদ্ভুত শোনালেও একদম বাস্তব !
কোভিডের তৃতীয় ঢেউ আটকাতে মাস্ক ব্যবহার, পথ নিরাপত্তা সপ্তাহ চলছে তাই পথ সচেতনতার প্রচার, বন মহৎসবের কর্মসূচির প্রচারের সাথে সাথে ভোজ্য ও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির সময় সাধারণের সুরাহা জানিয়ে একত্রে অভিনব সচেতনতা কর্মসূচী গোলাপবাগ ট্রাফিক গার্ড ও পল্লীমঙ্গল সমিতির তরফে যৌথ উদ্যোগে এই সচেতনতা আজ চালানো হয় বর্ধমান রেল ওভারব্রিজে।