|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান: রবিবার পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জৌগ্ৰাম এফ.ইউ.সি. মাঠে অনুষ্ঠিত হলো জামালপুর ব্লক তৃনমূল কংগ্রেস আয়োজিত বুথ ভিত্তিক ব্লক কর্মী সম্মেলন। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সম্পা ধারা, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু, পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর তথা পূর্ব বর্ধমান জেলা তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামানিক, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের প্রার্থী সুনীল কুমার মন্ডল, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খাঁন সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ। এই সম্মেলনে তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আসন্ন লোকসভা নির্বাচনে পঞ্চায়েতের প্রতিটি বুথেই তৃণমূল প্রার্থীকে জয়লাভ করার আহ্বান জানালেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।