রাস্তার বেহাল দশা, ক্ষুব্ধ স্থানীয় মানুষেরা

নিজস্ব প্রতিনিধি, নতুন গতি : ডোমকল পৌরসভার অন্তর্গত বিভিন্ন রাস্তার বেহাল দশা। বাড়ছে দুর্ঘটনা। অভিযোগের তীর স্থানীয়দের।
প্রায় তিনবছর হতে চললো পৌরসভা হিসাবে ডোমকল যাত্রা আরম্ভ করেছে। কিন্তু কোনো উন্নয়ন নেই পৌরসভার অন্তর্গত কিছু অতিপ্রয়োজনীয় রাস্তার। উদারহনস্বরূপ গাবতলা থেকে বসন্তপুর কলেজ , ভাতশালা থেকে শিয়ালমারী নদীর পাশ দিয়ে ডোমকল রবীন্দ্র মোড় , ডোমকল থেকে মানিকনগর পর্যন্ত রাস্তার ভয়ংকর অবস্থার কথা না বললেই নয়। গাবতলা থেকে বসন্তপুর কলেজ    রোড দিয়ে গ্রামবাসী ছাড়াও ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক-কর্মচারীদের প্রতিদিন যেতে হয়। অন্যদিকে ভাতশালা থেকে শিয়ালামারীর পাশ দিয়ে যাওয়া রাস্তায় আটটিরও বেশি অঞ্চলের মানুষ যাতায়াত করেন। একই অবস্থা মানিকনগর-সহ অনেক রাস্তার। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, অনেক বলার পরও কিছু হয়নি। কারো কোনো ভ্রুক্ষেপ নেই। এদিকে দুর্ঘটনা বাড়ছে ।